ভেনেজুয়েলা ভীষণ ভাবে আর্থিক সংকটের মধ্যে আছে। সেখানকার নাগরিকরা যে কারণে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়ার জন্য ছুটে চলেছে। ভেনেজুয়ালার বিরোধী দলগুলো তাদের দেশের অর্থনৈতিক এই দুরাবস্থার জন্য মাদুরো সরকারের ব্যর্থতাকেই দায়ী করছে। তবে প্রেসিডেন্ট মাদুরো দাবি করছেন এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। ভেনেজুয়েলার হাজার হাজার নাগরিক নিজের দেশ ছেড়ে প্রতিবেশী কলম্বিয়ার দিকে ছুটছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা করার পর এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, যাদের কাছে বিশেষভাবে সীমান্ত কার্ড অথবা পাসপোর্ট আছে তারাই কেবল বর্ডার ক্রস করতে পারবে বলে কলম্বিয়া সরকার ঘোষণা করেছে। কলম্বিয়া সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভেনেজুয়েলার অনেকেরই বর্ডার পাড় করা মুশকিল হয়ে পড়বে।
প্রতিদিনই অস্থায়ী কাজ অথবা প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য হাজার হাজার ভেনিজুয়েলার বাসিন্দারা কলম্বিয়ায় যায়। তবে কলম্বিয়া সরকার চাইছে অর্থনৈতিক সংকটে পড়া ভেনেজুয়েলা থেকে আসা এসব বাসিন্দারা যেন স্থায়ীভাবে সে দেশে বাস করে।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে উচ্চ মুদ্রাস্থিতি এবং খাদ্য ও ওষুধ সংকট মোকাবেলা করছে ভেনেজুয়েলা। আরেক প্রতিবেশী দেশ ব্রাজিলের সীমান্তবর্তী এলাকা রোরাইমাতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করছে কয়েক হাজার ভেনেজুয়েলীয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রাজিল সরকার।
Be the first to comment