তিন মাসে বাদে নিজের পদে ফিরলেন সিবিআই অধিকর্তা অলোক ভার্মা। বুধবারই সিবিআই দপ্তরের যান অলোক। তাঁর জায়গায় সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন অধিকর্তা হওয়া এম নাগেশ্বর রাও অলোককে স্বাগত জানান।
উল্লেখ্য, ২৪ অক্টোবর রাত ২টোর সময় সিবিআই অধিকর্তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের ১০ তলায় বসতেন অলোক। সিল করে দেওয়া হয় সেটিকেও। এবার পদ ফিরে পেলেন অধিকর্তা। এদিকে জানা গিয়েছে সমস্ত ক্ষমতা না থাকলেও অধিকর্তা এখন এফআইআরের কপিতে সই করতে পারবেন।
পাশাপাশি কোনও আধিকারিককে বদলিও করে দিতে পারেন তিনি। পাশাপাশি সিবিআইয়ের একটি অংশ মনে করেন এখন থেকে নাগেশ্বর রাওয়ের পদ খারিজ হয়ে গেলো।
Be the first to comment