বিশেষ সংবাদদাতা –
দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ খারিজ করে দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। আচরণবিধি লঙ্ঘন সহ একাধিক অভিযোগ তুলে বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ নিয়ে আসে কংগ্রেস সহ সাত বিরোধী দল। এই নোটিশে স্বাক্ষর করে সাত বিরোধী দলের মোট ৭১ জন সাংসদ।
জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি, অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল, প্রাক্তন আইন সচিব পি কে মালহোত্রা, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ কাশ্যপ, প্রাক্তন সংসদীয় সচিব সঞ্জয় সিংহ এবং রাজ্যসভার সচিবালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি নাইডু।
বিরোধীদের দেওয়া ইমপিচমেন্ট নোটিশ তিনি খারিজ করে দিতে চলেছেন তা রবিবারেই স্থির করে ফেলেন উপরাষ্ট্রপতি। সেই উপলক্ষে ওই দিনেই হায়দরাবাদ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দিল্লিতে ফিরে আসেন। সোমবারেই জানিয়ে দেন চূড়ান্ত সিদ্ধান্তের কথা।
তবে যে ভাবে ইমপিচমেন্টের আবেদন খারিজ করেছেন বেঙ্কাইয়া, তার পরেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছেন, ইমপিচমেন্টের নোটিশে ৫০ জনের বেশি সাংসদের সই থাকলে এটা খারিজ করার কোনো অধিকার নেই উপরাষ্ট্রপতির। প্রধান বিচারপতির অভিযোগের সারমর্ম আছে কি না সেটা দেখার দায়িত্ব তিন সদস্যের কমিটির, তাঁর নয়।” কংগ্রেস সূত্রে খবর, নোটিশ খারিজ হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে তারা।
Be the first to comment