রোজদিন ডেস্ক :-
হাতির দাঁত পাচারের অভিযোগে কলকাতার এক তৃণমূল নেতা-সহ পাঁচজনকে গ্রেফতার করল বিহার পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারে।
পুলিশ সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতার নাম অশোক ওঝা। কলকাতা পুরসভা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল নেতার আদি বাড়ি বিহারের বক্সা জেলার ব্রহ্মপুর থানার দেউকুলি গ্রামে। গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই তৃণমূল নেতার বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় বন দফতর। তাঁর বাড়ি থেকে ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি বন দফতরের। ধৃতকে জেরা করে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়ি থেকে হাতির দাঁত উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক অশোক। তিনি উত্তর কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সংগঠনের সভাপতি হয়েছিলেন। বর্তমানে অশোক তৃণমূলের হিন্দি সেলের সহ-সভাপতি পদে রয়েছেন। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত।
এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। ফেসবুকে সজল লিখেছেন, ‘তৃণমূলের নতুন বীরাপ্পান, এতদিন ওরা বালি, কয়লা,গরু, চাকরি চুরি করত এখন ওরা হাতির দাঁতে স্মাগলিং এও সিদ্ধ হস্ত।
এই প্রসঙ্গে বিধায়ক বিবেক গুপ্তা বলেন, ‘‘আমি শুনেছি ওরা (অশোক ঝা) বাড়িতে হাতি রাখত। বিহারের অনেকেই হাতি রাখেন বাড়িতে। সম্প্রতি ওদের একটি হাতি মারা যায়। সেই মরা হাতি তাঁরা বিক্রি করে দিয়েছিল। হাতির দাঁত দু’টি রেখে দিয়েছিল বাড়িতে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দল এবং সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।’’
Be the first to comment