বন্ধ ভিক্টোরিয়া; তালা পড়লো জাদুঘর, সায়েন্স সিটিতেও

Spread the love

ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা শহরের একাধিক দর্শনীয় স্থান।

এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিড়লা তারামণ্ডল, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। শুধুমাত্র এ রাজ্যে নয়, গোটা দেশেই ASI-এর অধীনে থাকা সমস্ত মিউজিয়াম, স্মৃতি সৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারই এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলও।

দেশে ASI-র অধীনে রয়েছে ৩৬৯৩টি সৌধ এবং ৫০টি মিউজিয়াম। যার মধ্যে উল্লেখযোগ্য নাম তাজমহল, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরের। ২০২০ সালে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বভাবতই এই জায়গাগুলিতে ভিড় বেড়েছে। তবে, বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দ্বিতীয় ঢেউয়ে কার্যত কাবু গোটা দেশ।

এমত পরিস্থিতিতে সংক্রমণ রুখতে তাই আগামী ১৫ মে পর্যন্ত এই সমস্ত জায়গা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কার্যকর হচ্ছে শুক্রবার থেকেই। ফলে সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার দর্শনীয় ও বিনোদন স্থানগুলিও। জগন্নাথ মন্দির এবং সোমনাথ মন্দির পুজো হলেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে পাঠানো বিবৃতিতে অনুযায়ী, ‘করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সংস্থা ASI-এর অধীনে থাকা সমস্ত স্মৃতিসৌধ এবং মিউজিয়ামগুলি জরুরিভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত বা পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এগুলি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*