বিধানসভার বিশেষ অধিবেশনে কেন্দ্রের কৃষি আইন বিরোধী প্রস্তাব গ্রহণ করা হবে। ইতিমধ্যেই বাম ও কংগ্রেস যৌথভাবে একটি প্রস্তাব জমা দিয়েছে। বাম ও কংগ্রেসের দাবি, তাদের প্রস্তাবকে সামনে রেখে আলোচনা করুক সরকার।
অন্যদিকে, সরকারের পক্ষ থেকে কৃষি আইনের বিরোধিতায় প্রস্তাব আনা হচ্ছে। বিরোধীদের আনা প্রস্তাবে রাজ্য সরকারের ভূমিকারও বেশ কিছু সমালোচনা করা হয়েছে। ফলে শেষপর্যন্ত দুটি প্রস্তাবকে এক করে বিজেপি বিরোধী অবস্থান নেওয়া হয় কি না, সেটাই দেখার।
Be the first to comment