ভোট চলাকালীন শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে জোড় পাটকি গ্রামের চারজনের। নির্বাচন কমিশন আগামী ৭২ ঘন্টা কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তাই এদিন শীতলকুচিতে আসার কথা থাকলেও কর্মসূচী বাতিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে শিলিগুড়িতে থেকে ভিডিও কলে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। শোকগ্রস্ত পরিবারবর্গকে সব ধরনের সাহায্য ও পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে নির্বাচন কমিশনকেও ফের নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, শীতলকুচিতে গণহত্যা চালানো হয়েছে। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে বাহিনী। ওই ঘটনার তথ্য চাপা দিতেই কোচবিহারে প্রবেশে নিষেধাজ্ঞা কমিশন জারি করেছে বলেও দাবি করেছেন তিনি।
Be the first to comment