অমিত শাহের রোড শো ঘিরে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর উত্তেজনার আঁচ গিয়ে পড়লো বিদ্যাসাগর কলেজে। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অমিত শাহকে লক্ষ্য করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। সেই ঘটনাকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এর পর মিছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছানোর আগেই সেখানে ফের বিক্ষোভ দেখানো শুরু হয়। কলেজের গেট বন্ধ করে ভিতর থেকে স্লোগান উঠতে থাকে বিজেপির বিরুদ্ধে। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, ভিতরে থেকে উড়ে আসা ইটের আঘাতে দলীয় কর্মী আহত হন। এর পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। গেটের সামনে জ্বালিয়ে দেওয়া হয় একটি বাইক। মিছিল এলাকা ছেড়ে চলে যাওয়ার পরেও ফের বিধান সরণিতে দু’টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, ঘটনাস্থলে কোনো পুলিশ দেখা যায়নি। যে কারণে দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কলেজের প্রায় সব ক’টি গেট ভেঙে দেওয়া হয়। মিছিল থেকে বিজেপি কর্মী-সমর্থকরা কলেজের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভিতরে থাকা টিএমসিপি সমর্থকদের দিকে বাঁশ-রড নিয়ে তেড়ে যান বিজেপি কর্মী-সমর্থকরা। ভেঙে ফেলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ মণীষীদের মূর্তিও। ইট ছুড়ে ফাটিয়ে দেওয়া হয় কলেজ গেটের মূল হোর্ডিংও। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে চলতে থাকে ইটবৃষ্টি। কিছুক্ষণের মধ্যে স্থানীয় প্রত্যেকটি থানার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
দেখুন ভিডিও-
Be the first to comment