বিদ্যাসাগর সেতু নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছিল আগেই। এবার এই সেতু সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই সেতুর দায়িত্বে থাকা HRBC (হুগলি রিভার ব্রিজ কমিশনারস) রক্ষণাবেক্ষণের জন্য নিল বিশেষ সিদ্ধান্ত। ভার বহনকারী কেবল গুলির সংস্কার করা হবে। তারজন্য ২০৪ কোটি টাকা বরাদ্দ করল সরকার। এর আগে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের জন্য Rapid Action Team গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই টিম বছরভর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে HRBC সূত্রে খবর।
শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেতু নিয়ে রীতিমতো জেরবার অবস্থা প্রশাসনের। তাই কলকাতা শহর ও হাওড়ার বিভিন্ন সেতু বন্ধ রেখে চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ। ইতিমধ্যেই টালা ব্রিজ ভেঙে ফেলার সুপারিশ করেছে বিশেষজ্ঞ দল। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাস রুট। ফলে সমস্যায় পড়ছেন উত্তর কলকাতা ও শহরতলির মানুষজন। পাশাপাশি বেলগাছিয়া সেতুর ভার বেড়ে যাচ্ছে। তাই এই সেতুর উপর থেকে পিচের প্রলেপ তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে চেতলা লকগেট সেতুও।
বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই। HRBC সূত্রে খবর, বিদ্যাসাগর সেতু তৈরি হয়েছে ২৭ বছর আগে। সেতু নির্মাণের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার হয়েছে তাদের গড় আয়ু ২৫ বছর। সেই কারণেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে HRBC-এর তরফে। সেতুর রক্ষণাবেক্ষণে Rapid Action Team তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়র, সেতু বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের নিয়ে এই দল তৈরি করা হবে বলে খবর। নিজেদের উপযুক্ত বিশেষজ্ঞ না থাকায় বাইরের বিশেষজ্ঞদের নিয়ে এই টিম তৈরি করা হবে বলে HRBC-এর তরফে জানানো হয়েছে। এই বিশেষজ্ঞ দল নিয়মিত নজরদারি করবে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুর।
Be the first to comment