বিজয় মালিয়াকে ভারতে প্রত্যার্পণের অনুমতি দিল লন্ডনের আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তিনি ১৪ দিন সময় পাবেন। ৯০০০ কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক মালিয়া সম্পর্কে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারপতি এমা আর্টবুথনট সোমবার এই রায় দিয়েছেন। আদালতে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর সহ একটি দল। আদালতের এই রায় এখন যাবে ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরে। ব্রিটেনের হাইকোর্টে দুপক্ষই এবার আপিল করতে পারে। গত এপ্রিলে গ্রেফতারের পর কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন মালিক প্রত্যার্পণ আদেশের বিরুদ্ধে এখন জামিনে মুক্ত রয়েছেন। আদালতে মালিয়া জানিয়েছেন, তাঁকে দেশে ফেরানোর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তাছাড়া যে ঋণ তিনি গায়েব করে দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে তা তাঁর বিমানসংস্থার জন্যই নেওয়া হয়েছিল। ওই টাকার মূলের ১০০ শতাংশই তিনি ফেরত দিতে চান।
Be the first to comment