নিজেদের আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে হয়েছে পুলিশকে, জানালেন কানপুরের স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ দীনেশ কুমার । শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল বিকাশ । জানা গিয়েছিল, সে সময় পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে বিকাশ ।
পরে কানপুর পুলিশের তরফে জানানো হয়, উজ্জয়ন থেকে শিবলি নিয়ে আসার সময় গাড়ির মধ্যেই পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়েছিল কানপুরের কুখ্যাত ডন বিকাশ । আত্মরক্ষার্থেই পুলিশ গুলি করে বিকাশকে । দীনেশ কুমার জানান, এর আগে বিকাশের ডেরায় স্পেশাল অপারেশনের সময় ৮ পুলিশকর্মীকে খুনের ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন পুলিশকর্মীরা ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল সওয়া ৭টা নাগাদ ঘটনাটা ঘটে কানপুরের বাররা থানা এলাকায় । গোটা ঘটনাটা ঘটতে ১০ মিনিট সময় লেগেছে । হঠাৎই স্পেশাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে যেতে দেখেন তাঁরা । ওই গাড়িতেই বিকাশ ছিল । একটি পিস্তল থেকে গুলি ছুড়তে ছুড়তে সে ওই গাড়ি থেকে বেরিয়ে আসে । পালানোর চেষ্টা করে।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ৪ পুলিশকর্মীও আহত হন । ইতিমধ্যেই এসটিএফ-এর আরও একটি গাড়ি সেখানে পৌঁছে যায় । পাল্টা গুলি চালানো হয় বিকাশকে লক্ষ্য করে । এতেই ধরাসায়ী হয় গ্যাংস্টার । স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
Be the first to comment