এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টার বিকাশ দুবের

Spread the love

এনকাউন্টারেই খতম বিকাশ দুবে ৷ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের কাছ থেকেই গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের কানপুরের এই কুখ্যাত গ্যাংস্টারকে ৷ এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই মৃত্যু বিকাশের ৷ শুক্রবার সকালে স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের ৷

উত্তরপ্রদেশে দুবের দুই সহযোগী যখন দু’টি পৃথক এনকাউন্টারে মারা যায়, ঠিক সেই সময়ই উজ্জয়ন থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। এরপর তার পরিণতিও একই হল ৷ শুক্রবার মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে উত্তরপ্রদেশের শিবলিতে বিকাশকে নিয়ে আসছিল এসটিএএফের কনভয় ৷

খুন, অপহরণ, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা বাধানো-সহ ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে। এ দিন বিকাশকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ আনছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। আর সেই ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। সূত্রের দাবি, বিকাশ পালানোর চেষ্টা করছিল। আর তার জেরেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। আজ, শুক্রবারই কানপুর আদালতে বিকাশকে পেশ করার কথা ছিল ৷

এর আগে এনকাউন্টারে নিহত হয় গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ দুই সহযোগী। উত্তরপ্রদেশের এটাওয়ায় এনকাউন্টারে নিহত হয় বিকাশ ঘনিষ্ঠ বব্বন দুবে ওরফে প্রবীণ। কানপুরে নিহত হয় প্রভাত মিশ্র। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ফরিদাবাদে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল প্রভাতকে। পথে গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি পরিবর্তনের সময় পুলিশের পিস্তল ছিনিয়ে পালাবার চেষ্টা করছিল প্রভাত। তখনই তার পায়ে গুলি করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। অন্যদিকে প্রবীণও পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হয় পুলিশ। আট পুলিশ খুনের ঘটনায় জড়িত বিকাশ গ্যাংয়ের এক বড় মাথা ছিল প্রবীণ। তার নামেও খুনের মামলা রয়েছে। প্রবীণের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*