অবশেষে অবসান হল সমস্ত অপেক্ষার। প্রখর রোদের তাপ উপেক্ষা করে আম্রকুঞ্জে হাজার হাজার বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী অপেক্ষা করেছিলেন শুক্রবারের সমাবর্তন অনুষ্ঠানের জন্য। পাশাপাশি এদিন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার জন্য অপেক্ষা করছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে দুজনকেই স্বাগত জানান তিনি। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই শান্তিনিকেতনে এসে পৌঁছেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীও।
এদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দুই প্রধানমন্ত্রীকে বিশেষভাবে সম্মান জানান। উত্তরীয়ও পড়ানো হয় তাঁদের। এদিন ছাত্র-ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে শান্তিনিকেতন। শঙ্খধ্বনির শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। দুই দেশের প্রধানমন্ত্রীকে সামনে দেখে উদ্বেলিত হয়ে পড়ে তারা। দীর্ঘ ৫ বছর পর হচ্ছে এই সমাবর্তন অনুষ্ঠান। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে উচ্ছাস-উদ্দীপণা আরও বেশী। উলুধ্বনি ও শঙ্খ ধ্বনির মাধ্যমে অতিথিদের সাদরে বরণ করে নেওয়া হয়। ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী, শেখ হাসিনা ও কেশরীনাথ ত্রিপাঠী। উদ্বোধন হবে বাংলাদেশ ভবনেরও। এক ঐতিহাসিক ক্ষণের স্বাক্ষী হয়ে থাকছেন শান্তিনিকেতন তথা গোটা দেশের মানুষ।
Be the first to comment