কলকাতায় বিনয় মিশ্রর ৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Spread the love

১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরলে গ্রেফতার করা হবে না কয়লাপাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে। তদন্তে সহযোগিতার শর্তে সম্প্রতি আদালতকে এমনটাই জানিয়েছে সিবিআই। সেই আশ্বাসের এক সপ্তাহের মাথায় বিনয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার কলকাতা থেকে বিনয় মিশ্রর ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, কলকাতার দেশপ্রাণ শাসমল রোড থেকে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, কয়লাপাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রর কম্পানির টাকা থেকে দেশপ্রাণ শাসমল রোডে একটি জমি কেনা হয়েছিল। যেই কম্পানির টাকা এই জমি কেনা হয়েছিল, সেই কম্পানিতে জমা পড়ে কয়লাপাচারের টাকা। সেই কারণেই শনিবার ৬ কোটি টাকার ওই জমি বাজেয়াপ্ত করে ইডি। তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, কয়লাপাচার কাণ্ডে এখনও পর্যন্ত ১ হাজার ৩৫২ কোটি টাকার তছরুপ হয়েছে। এর আগেও বিনয় মিশ্রর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। শনিবারের আগে সম্পত্তি বাজেয়াপ্তর পরিমাণ ছিল ১৬৫.৮৬ কোটি টাকা। আজকের পর তা বেড়ে হয়েছে ১৭১.৮৬ কোটি।

ইডি জানিয়েছে, যে জমি বাজেয়াপ্ত করা হয়েছে তা ওয়েস্টইন্ড পিগমেন্টস অ্যান্ড কেমিক্যাল প্রাইভেট লিমিটেড ও দেশপ্রাণ প্রপার্টিজ লিমিটেডের যৌথ মালিকানাধীন ছিল। তদন্তে উঠে এসেছে, দুই সংস্থার সম্পত্তি হস্তান্তরের জন্য বিনয় ও বিকাশের সংস্থা এলটিবি ইনফ্রা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড নামক আরেকটি সংস্থার কাছ থেকে ৬ কোটি টাকা আগাম হিসাবে নিয়েছিল। কলকাতা ও দিল্লি মিলিয়ে এই নিয়ে এখনও পর্যন্ত ৪৬ টি জায়গায় তল্লাশি চালাল ইডি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*