শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্রের

Spread the love

এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। গত ১১ জুন শুভেন্দু অধিকারী একটি টুইট করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন। ২০২০ সালে সেই ব্যক্তিকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় । শুভেন্দুর অভিযোগ ছিল, কোনও বিদেশি নাগরিক কিভাবে দেশের একটি রাজনৈতিক দলের পদ পেতে পারেন ৷

জানা গিয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনজীবী মারফত নোটিশ পাঠিয়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্র । বিনয়ের অভিযোগ, শুভেন্দুর টুইট বিভ্রান্তিকর । আইনি নোটিশে ওই টুইট মুছে ফেলার দাবি জানানো হয়েছে ৷ নোটিশের একটি কপি লালবাজারের সাইবার সেলের গোয়েন্দাদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

https://twitter.com/SuvenduWB/status/1403235878072246273

এদিকে সিবিআই সূত্রেও খবর, গোয়েন্দারা জানতে পেরেছেন ফেরার বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন । বর্তমানে তিনি সেখানেই রয়েছেন । অভিযুক্তকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে সিবিআই ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*