আজ নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। বৈঠকে ছিলেন বিনয় তামাং, অনিত থাপা, জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী সুরিন্দর গুপ্তা।
সরকারপক্ষে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আগেই নিজের ক্ষোভ ব্যক্ত করলেও বৈঠক শেষে বিনয় তামাং জানান বৈঠক ফলপ্রসূ এবং সদর্থক হয়েছে। পরে গোর্খা ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।
তাঁরা বলেন, কে বিমল গুরুং..? মাঠে তো আমরাই আছি। জিটিএর যে সমস্ত বিষয়গুলি বাকি আছে সেগুলি সমাধানের ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চয়তা দিয়েছেন। বলা বাহুল্য প্রকল্প খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও করার আশ্বাসও মিলেছে। মিরিক লেকের সৌন্দর্যায়ন ও সিঙ্কোনা ভ্যালি এই সব জায়গাতে জিটিএ থাকবে। বিমল গুরুং এর বিরুদ্ধে যে বিক্ষোভ পাহাড়ে হচ্ছে সেটা পাহাড়ের সাধারণ মানুষের রাগ। বিমল গুরুংয়ের বিরুদ্ধে প্রচুর মামলা আছে সেই নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন আইনের উর্ধ্বে কেউ নয় আমাদের সিলেবাসে বিমল গুরুং নেই। গোর্খা ল্যান্ড আমাদের মা, আমরা তাকে ভাগ করতে চাইনা। আমরা চাই পাহাড়ে শান্তি থাকুক বলেন তামাং।
Be the first to comment