ঝড়ের গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত আরোহী

Spread the love

ব্যস্ত ভিআইপি রোড। গিজ গিজ করছে গাড়ি। কিন্তু একটি প্রাইভেট গাড়ির চালক যেন ভিআইপি রোডকে ভেবে নিয়েছিলেন আকাশ আর তাঁর চার চাকা গাড়িকে মনে করেছিলেন উড়োজাহাজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়ের গতিতে চালাতে গিয়ে বাগুইআটির কাছে ধাক্কা মারেন একটি মোটরসাইকেলে। ছিটকে পড়েন আরোহী। এরপরই হই হই পড়ে যায় এলাকায়। অভিযোগ, পালানোর চেষ্টা করেন ওই গাড়ির চালক। কিন্তু তা আর হয়নি। ঘটনাটি ঘটেছে সোমবার।

পুলিশ এসে আটকে দেয় ওই গাড়িটিকে। তখনই সিট থেকে নেমে আসেন চালক। পুলিশকে বলেন তিনি একজন চিকিৎসক। গাড়ি সাইড করতে বললেই শুরু হয় হুমকি। জানান, তাঁর প্রচুর ক্ষমতা। তিনি সব অফিসারকে দেখে নেবেন। পুলিশ জানিয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। লাইফ সেভ করা যাঁর কর্তব্য তাঁর ড্রাইভই সেফ নয়। পুলিশ গ্রেফতার করেছে ওই চিকিৎসককে।

আহত মোটরসাইকেল আরোহীর আঘাত লেগেছে কাঁধে। তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*