শতরানের হ্যাটট্রিক করে রেকর্ড ভারত অধিনা্য়কের

Spread the love

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজে শতরানের হ্যাটট্রিক করলেন ভারত অধিনায়ক। রেকর্ড গড়াটা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। শনিবার বিরাটের খাতায় আর একটি রেকর্ড সংযোজন হলো। ফিরোজশাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনে প্রথম অধিনায়ক হিসেবে তিন ম্যাচের সিরিজে শতরানের হ্যাটট্রিক করলেন তিনি। এটা একটি নজির।

কলকাতায় প্রথম টেস্টে বিরাট ১০৪ অপরাজিত ছিলেন। নাগপুরে দ্বিতীয় টেস্টে ২১৩ রান করেন। আর এদিন দিল্লিতে ১৫৬ রানে নট আউট আছেন। আগামীকাল হয়তো ডাবল সেঞ্চুরীও হয়ে যাবে। দিল্লীতে এদিন কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন।

কোহলি এদিন তাঁর কেরিয়ারে মাত্র ৬৩টি টেস্ট খেলে ২০তম শতরান পূর্ণ করলেন। তারই সাথে একটি মরশুমে ১১টি শতরান করলেন বিরাট। সচিন তেন্ডুলকর করেছিলেন ১২টি। এদিন টেস্ট কেরিয়ারের ৫০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। ১০৫ ইনিংসে তিনি যা পূর্ণ করেন। তার আগে আছেন সুনীল গাওস্কর (৯৫ ইনিংসে), বীরেন্দ্র সেওয়াগ (৯৮ ইনিংসে), সচিন তেন্ডুলকর (১০৩ ইনিংসে)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*