টি-২০ আন্তর্জাতিকে ২ হাজার রান করলেন বিরাট কোহলি

Spread the love

টি-২০ আন্তর্জাতিকে ২ হাজার রান করলেন বিরাট কোহলি। একইসঙ্গে সবচেয়ে দ্রুত দু হাজার রান সংগ্রহের কৃতিত্বও অর্জন করলেন ভারতের অধিনায়ক। প্রথম ভারতীয় হিসেবে মাত্র ৫৬ ইনিংস খেলে ২ হাজার রান পেরোলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে এই কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। টি-২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় আট নম্বরে রয়েছেন কোহলি। এই ফর্ম্যাটে তাঁর কোনও সেঞ্চুরি নেই। ভারতের ইনিংসের ১৬ তম ওভারে টি-২০ কেরিয়ারের ২ হাজার রানে পৌঁছন কোহলি। এপর্যন্ত আন্তর্জাতিক টি-২০ তে ৭৩ ইনিংসে ২২৭১ রান নিয়ে তালিকার শীর্ষে নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল। দ্বিতীয় ব্রেন্ডন ম্যাকুলাম (৭১ ইনিংসে ২১৪০ রান)। ২ হাজার রানে পৌঁছতে পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিক লেগেছে ৫৯ ইনিংস। মহিলাদের মধ্যে দ্রুততম ২ হাজারের রেকর্জ রয়েছে মিতালি রাজের নামে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*