কোহলির লেখা চিঠিতে মুগ্ধ কেরলবাসী; পড়ুন বিস্তারিত!

Spread the love
সিরিজের শেষ ম্যাচ খেলতে তিরুবনন্তপূরমে পৌঁছেছেন বিরাট বাহিনী। আর কেরলে পা দিয়েই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ভারত অধিনায়ক। নিজের আনন্দের প্রকাশ জানাতে একটা চিঠিই লিখে ফেলেছেন কেরলের পর্যটন দফতরে। আর সেই চিঠিতেই মুগ্ধ কেরলবাসী।
চিঠিতে বিরাট লিখেছেন, ” কেরলে আসা আশীর্বাদের থেকে কম নয়। আমি এখানে আসতে খুব পছন্দ করি। পুরো জায়গাটার এনার্জি আমার খুব ভালো লাগে। কেরলের সৌন্দর্য উপভোগ করার মতো। আমি সকলকে অনুরোধ করব, ঈশ্বরের আপন দেশে এসে তার সৌন্দর্য উপভোগ করতে। কেরল নিজের পায়ে ঘুরে দাঁড়িয়েছে। এখানে আসা একদম সুরক্ষিত। এই অসাধারণ এক জায়গায় আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। ”
বিরাটের এই চিঠি তুলে ধরে কেরলের পর্যটনমত্রী কাদকমপল্লী সুরেন্দ্রন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন বিরাটকে। টুইটে তিনি লিখেছেন, ” এই সুন্দর কথা শেয়ার করার জন্য বিরাটকে ধন্যবাদ। প্রত্যেকবার যে কেরল আপনাকে আনন্দ দেয় এটা জানতে পেরে আমরা খুব আনন্দিত। আনন্দ করুন। কাল খুব ভালো ম্যাচ হোক। শুভেচ্ছা রইল।”
আর এই টুইট প্রকাশ হওয়ার পরেই কেরলবাসী ও কোহলি ভক্তরা প্রশংসা করেছেন ভারত অধিনায়কের। অনেকেই এই টুইট রিটুইট করে বলেছেন, সত্যি প্রত্যেকের উচিত কেরলকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করা। কেরলের বাসীন্দাদের অনেকের বক্তব্য, বিরাট যেভাবে এই রাজ্যের প্রশংসা করেছেন, তাতে আবার আগের মতোই পর্যটকের দল এখানে আসবে, সেটা আশা করা যায়। কেউ আবার বলেছেন, বিরাট শুধুমাত্র বড় খেলোয়াড়ই নন, একজন বড় মাপের মানুষও। তাঁর কথাতেই তার পরিচয় পাওয়া যায়।
প্রসঙ্গত সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃহস্পতিবার নামতে চলেছে ভারত। এই মুহূর্তে বিরাটরা ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। তাই তিরুবনন্তপূরমের মাটিতে সিরিজের ফয়সালা হবে। যদিও কেরলের আবহাওয়া অনুযায়ী ম্যাচের দিন বিকেলে বৃষ্টির পূর্বাভাস আছে। এখন বৃষ্টি এই সুন্দর খেলায় ভাগ বসায় কিনা সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*