মঙ্গলবার আইসিসি’র বর্ষসেরা ২০১৮ পুরস্কার (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি) পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সেই সঙ্গে বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে’ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোহলি ৷
ক্রিকেটের ইতিহাসে কোহলিই প্রথম ক্রিকেটার যিনি একই বছরে এই তিনটি সম্মান একসঙ্গে পেলেন ৷ এছাড়াও আইসিসি’র বর্ষসেরা টেস্ট ও বর্ষেসেরা ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট ৷ বিরাট কোহলি গত বছর ১৩টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ১৩২২ রান। তার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি। পাশাপাশি ১৪টি ওয়ান ডে ম্যাচে করেন ১২০২ রান। তার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি। তবে কোহলি ছাড়া আইসিসির ঘোষিত দুটো দলেই স্থান পেয়েছেন জসপ্রীত বুমরাহ।
তবে আইসিসি-র টেস্ট দলে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। ওয়ান ডে দলে রয়েছেন রোহিত শর্মা এবং কুলদীপ যাদবও।
Be the first to comment