রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি

Spread the love

টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন বিরাট কোহলি। এবার তিনি এও জানিয়ে দিলেন যে ক্যাপ্টেন হিসেবে এটিই তাঁর শেষ আইপিএল। চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছেড়ে দেবেন বিরাট।

জাতীয় দলের টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়ার পর আশঙ্কা করা হচ্ছিল বিরাট আরসিবির ক্যাপ্টেনের পদ থেকেও সরে দাঁড়াতে পারেন। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়।

একটি বিবৃতিতে বিরাট জানিয়েছেন, ‘এটা আমার কাছে দুর্দান্ত এবং অনুপ্রেরণামূলক যাত্রা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের একঝাঁক তরুণ ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। আমি এই উপলক্ষ্যে আরসিবি ম্যানেজমেন্ট, দলের কোচ, সাপোর্ট স্টাফ, ক্রিকেটার এবং গোটা আরসিবি পরিবারকে আমি ধন্যবাদ জানাতে চাই। বছরের পর বছর ধরে অধিনায়ক হিসেবে তাঁরা আমাকে বেড়ে উঠতে সাহায্য় করেছেন। এই সিদ্ধান্তটা একেবারেই সহজ ছিল না। অনেক ভাবনাচিন্তা করার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফ্র্যাঞ্চাইজির পক্ষে এটাই ভালো হবে।’

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরিবার সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকে। কারণ আমরা সবসময়ই সাফল্যের শিখরে পৌঁছতে চেয়েছি। আমি আগেও একথা বহুবার বলেছি, যতদিন আমি ক্রিকেট খেলব, কেরিয়ারের শেষদিন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়েই খেলব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*