
রোজদিন ডেক্স: আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতাকে ৭ উইকেটে হারাল বেঙ্গালুরু। ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন বিরাট কোহলি। এদিন কলকাতার ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে নাইটদের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক। উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে কেকেআর। ইনিংসের শুরুর দিকেই হ্যাজেলউডের বলে আউট হয়ে যান কেকেআর-এর ওপেনার ডিকক। এরপর ৫৬ রান করে আউট হন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৪৪ রানের ইনিংস আসে আরেক ওপেনার নারিনের ব্যাট থেকে। এরপর ক্রুনালের বলে মাত্র ৬ রানেই আউট হয়ে যান বেঙ্কটেশ। ৩০ রানের ইনিংস আসে রঘুবংশীর ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে মেরে খেলা শুরু করেন বেঙ্গালুরুর দুই ওপেনার কোহলি এবং সল্ট। বরুণের বলে সল্টের ঝোড়ো ইনিংস শেষ হয় ৫৬ রানে। এরপর ব্যক্তিগত ১০ রানে পাড়িক্কলকে আউট করেন নারিন। এরপর পটিদারের ব্যাট থেকে আসে ৩৪ রান। শেষপর্যন্ত লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে ১৬.২ ওভারেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিতে কসুর করেননি কিং কোহলি।
Be the first to comment