মঙ্গলবার দিল্লী এ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) দিল্লীর ফিরোজ শাহ কোটলার স্টেডিয়ামের ২নং গেটের নাম দিলেন বীরেন্দ্র সেওয়াগ গেট। এই দিন বেশ আড়ম্বর সহকারে ২নং গেটের নামকরণ বীরেন্দ্র সেওয়াগ গেট করা হলো। ভারতীয় ক্রিকেটে সারাজীবনের অবদান, সর্বোপরি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার বিরল সম্মান সেওয়াগ অর্জন করেছিলেন। এই সম্মানে আপ্লুত সেওয়াগ বলেছেন ভবিষ্যতে অনেক ভারতীয় তারকা তৈরী হবে যাদের নামেও এইরকম অনেক কীর্তি তৈরী হবে। এই ডান হাতি ভারতীয় ওপেনার বলেছেন যে জীবনের চলার শুরু স্টেডিয়ামের এই গেট দিয়েই শুরু হয়েছিল, আজ সেই গেট নং ২ তে নিজের নামে দেখে দারুন ভাবে অভিভূত এবং সম্মানিত। তিনি দিল্লী এ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)কে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ভবিষ্যতে দিল্লী থেকে অনেক ক্রিকেটার আসবে যাদের নাম গেট, স্ট্যান্ড এবং প্যাভিলয়নে থাকবে কীর্তি হিসাবে, খুব খুশি যে প্রথম ব্যক্তি হিসাবে নিজের নাম আছে। আমি খুব ভাগ্যবান এবং ডিডিসিএ এর প্রতি কৃতজ্ঞ।
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তাকে অভিনন্দন জানান।
Be the first to comment