বিশ্বভারতী ইস্যুতে এবার মুখ খুললেন বুদ্ধিজীবীরা। বিশ্বকবির আশ্রম কাদামাখা কুস্তির আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁরা।
শঙ্খ ঘোষ, তরুণ মজুমদার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, বুদ্ধদেব দাশগুপ্তের মতোই খোলা চিঠিতে নাম রয়েছে কৌশিক সেন, পরান বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দেব শঙ্কর হালদারের। আছেন শমীক বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, অনিক দত্ত, দেবজ্যোতি মিশ্র, হরিমাধব মুখোপাধ্যায়, কল্যাণ সেন বরাটের মতো পরিচিত সঙ্গীতশিল্পীদের নামও।
বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সোমবার তুলকালাম। বিশ্বভারতীর মেলার মূল প্রবেশদ্বার ভাঙচুর, চুরমার পাঁচিল তৈরির নির্মাণ সামগ্রী- পৌষমেলার মাঠে শান্তিনিকেতনের চরম অশান্তির ঘটনায় এবার তদন্তে নামতে চায় কেন্দ্রীয় সংস্থা ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি-র আধিকারিকরা মনে করছেন সোমবার বিশ্বভারতীতে যা হয়েছে তা ‘সংগঠিত অপরাধ’ ৷
Be the first to comment