বিশ্বকর্মা পূজোর ছুটি বাতিল, ঈদে দু’দিন ছুটি! শিক্ষা বিভাগের আধিকারিককে শোকজ করল কলকাতা পুরসভা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হঠাৎ করেই বিশ্বকর্মা পূজোর ছুটি বাতিল করে ঈদ-উল-ফিতরে অতিরিক্ত একদিন ছুটি। কলকাতা পুরসভার নয়া বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল। বিষয়টি প্রকাশ্যে আসতেই আসরে নেমে পড়ে গেরুয়া শিবির।

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি এবং উর্দুভাষী স্কুলগুলিতে এবারে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে, ইদের জন্য দুদিন (৩১ মার্চ ও ১ এপ্রিল) ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদা করে কোনও ছুটি দেওয়া হবে না। সেটা ইদের সঙ্গে অ্যাডজাস্ট করা হচ্ছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যেই ওই সংশ্লিষ্ট বিভাগের আধিকারিককে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে ওই আধিকারিকের থেকে উত্তর চাওয়া হয়েছে।
এরপরই ওই বিজ্ঞপ্তি বাতিলও করা হয়েছে। পুর কমিশনার ধবল জৈন এক বিবৃতি দিয়ে জানান, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ওই নোটিস জারি করা হয়েছিল। কলকাতা পুরসভা ওই নোটিস সম্পর্কে কিছুই জানত না। ওই নোটিস বাতিল করা হয়েছে।’’
কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, “রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই কলকাতা পুরসভার ছুটির তালিকা তৈরি করা হয়। শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার কারও অনুমতি না নিয়ে নিজের মতো করে বিশ্বকর্মা পুজোর ছুটিকে ইদের সঙ্গে মিশিয়েছেন। এটা এক্তিয়ার বর্হিভূত। ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।” মেয়র পারিষদ আরও জানান, ‘সংশ্লিষ্ট বিভাগের চিফ ম্যানেজারকে শোকজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যা যা ডিসিপ্লিনারি পদক্ষেপ গ্রহণ করার করা হবে। এবং অভিযুক্ত আধিকারিক কী কারণ দেখান, তা দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
অন্যদিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই ময়দানে নেমে পড়ে গেরুয়া শিবির। বুধবার সকালে এক ভিডিও বার্তায় বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সারা দেশে ইদের ছুটি একদিন। অথচ কলকাতায় বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি দুদিন করা হল। আমরা কি বাংলাদেশে বসবাস করছি নাকি?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*