ষষ্ঠ দফায় কুইক রেসপন্স টিম (QRT)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভুরিভুরি । যার দায় অনেকটাই রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের ঘাড়ের উপর পড়ে। এবার তাই QRT-র সক্রিয়তা নিয়ে বিশেষ কিছু চিন্তাভাবনা করা হয়েছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের নির্দেশ, কোনও অশান্তির ঘটনা ঘটলে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে কুইক রেসপন্স টিমকে। এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। আগে ঠিক ছিল, ৪৪৪টি কুইক রেসপন্স টিম কাজ করবে সপ্তম দফার ন’টি লোকসভা এবং ৪টি বিধানসভা উপনির্বাচনে। কিন্তু শুক্রবার সংখ্যা আরও কিছুটা বাড়ানো হয়েছে ।
দুবে বলেন, ৪৬১টি QRT কাজ করবে রবিবার। কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা ১৭৮। পাশাপাশি তিনি আরও জানান, শহরে সক্রিয় থাকবে কলকাতা পুলিশও। আইনশৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা পালন করবে। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী, ফ্লাইং স্কোয়্যাড সক্রিয় থাকবে।
Be the first to comment