বিবেকানন্দ রোডে ভূ-কম্পন- না প্রাকৃতিক বিপর্যয় নয়, মানুষের তৈরী

Spread the love

উত্তর কলকাতার বিবেকানন্দ রোড, এই অঞ্চলের মানুষজন এখন মাঝে মাঝেই ভূমিকম্পের মতো কম্পন অনুভব করছেন। মনে হচ্ছে যেন তাদের বাড়িঘর আসবাবপত্র সব যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে। অবশ্য শুধু ভেঙে পড়বে বলাই বা কেন? বাড়ির বিভিন্ন অংশ, ঝাড় লন্ঠন আসবাব পত্র ভেঙে পড়ছে। এটা কি কোন প্রাকৃতিক দুর্যোগ? না এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়! এটা মানুষেরই তৈরী এমন এক সমস্যা, যা প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষদের ক্ষতিগ্রস্ত করছে। ১৫-২০ চাকার বড়ো বড়ো লরি এই রাস্তার উপর দিয়ে যাবার ফলে মানুষ বাড়িতে বসেই কম্পন অনুভব করছে।

কোথাও কোথাও বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও ভেঙে গেছে বাড়ির একাংশ। বিশেষ করে এই অঞ্চলের দশটি বাড়ির বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা কি করবেন কিছুই ভেবে পারছেননা। এই সমস্যা নিয়ে ইতিমধ্যেই তাঁরা কলকাতা কর্পোরেশনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের বক্তব্য – ‘আমরা সঠিক সময়ে ট্যাক্স দিয়ে যাই, তাও কেন আমাদের এমন অবস্থার মধ্যে পড়তে হবে?’

এই অঞ্চলেরই বাসিন্দা মন্ত্রী শশী পাঁজা। তাঁকেও বাসিন্দারা জানিয়েছেন এই সমস্যার কথা। এইভাবে চিঠি নিয়ে কর্তৃপক্ষের দ্বারে দ্বারে গেছেন, কিন্তু সুরাহা হয়নি সমস্যার। তাঁরা প্রমাদ গুনছেন যেকোনো মুহূর্তে এই বাড়িগুলো ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে ১০০ বছরেরও পুরানো এই বাড়িগুলো তাদের পক্ষে মেরামত করা যে অসম্ভব তাও স্বীকার করেছেন বাসিন্দারা। উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের এই বাসিন্দারা খোঁজ নিয়ে রোজদিনের কাছে আসেন। তারা যে চিঠিগুলো কর্তৃপক্ষকে দিয়েছেন তারই কপি আমাদের দেখিয়েছেন। আপনারও দেখে নিন সেই চিঠি ও বাড়ির ছবিগুলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*