বিশেষ প্রতিনিধি,
নীচে ষাট হাজার বছরের পুরোন আগ্নেয়গিরি৷ তার ওপর বিশাল ফাটল৷ অবশ্য ফাটল বা বলে একে গহ্বর বলাই ভালো৷
কারণ দৈর্ঘ্যে ও প্রস্থে এর বিশাল চেহারা ভয় ধরাচ্ছে মানুষের মনে৷
পরিমাপ করে দেখা গিয়েছে এই ফাটলের গভীরতা ২০ মিটার, দৈঘ্যে ২০-৩০ মিটার এবং ২০০ মিটার লম্বা৷ নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের রোটোরুয়া এলাকায় এই বিশাল ফাটল দেখা গিয়েছে৷
ভারি বৃষ্টিপাতের কারণে প্রচুর মাটি সরে যাওয়াতেই এই ফাটলের সৃষ্টি৷ তবে এই ঘটনায় অন্য মাত্রা যোগ করেছে আগ্নেয়গিরির উপস্থিতি৷ ষাট হাজার বছর পুরোন ওই আগ্নেয়গিরির পাথরের স্তর আকর্ষণ করেছে আগ্নেয়গিরি বিশেষজ্ঞদের৷
নিউজিল্যান্ডের এক আগ্নেয়গিরি বিশারদ জানাচ্ছেন এটি তাঁর দেখা সর্ববৃহৎ ফাটল৷ ভলক্যানো ইনফরমেশন স্পেশালিস্ট ব্র্যাডলি স্কট বলছেন ফাটলের মধ্যে একটি ড্রোন পাঠানো হয়েছে৷ যাতে বোঝা যায় যে কি ধরণের পাথরের স্তর সেখানে রয়েছে৷ আগ্নেয়গিরিটির গঠন সম্পর্কেও তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে৷
মনে করা হচ্ছে এই বিশাল ফাটল প্রায় দুটো ছোট ফুটবল মাঠের সমান৷ চলতি মাসের প্রথম দিকে এই ফাটল চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের৷ তারপর সেই ফাটল ক্রমশ বাড়তে থাকে৷
তবে এই ধরণের ফাটল তৈরি হওয়া নিউজিল্যান্ডে নতুন নয়৷ আগ্নেয় গিরিখাতে এই ধরণের বহু ফাটল বা সিঙ্কহোল দেখা যায়৷ যদিও এই ফাটলটি তাদের মধ্যে সর্ববৃহৎ৷
গত বছর অস্ট্রেলিয়ার সিডনিতে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বাসভবন থেকে এক কিলোমিটারের মধ্যে এই ধরণের ফাটল দেখতে পাওয়া যায়৷
Be the first to comment