পঞ্চায়েত ভোটের পর এবার লোকসভা ভোটও বয়কট করল বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন গ্রামের মানুষ। গ্রামবাসীদের দাবি, যতদিন না রাস্তা হচ্ছে ভোট বয়কট চলবে। উল্লেখ্য, সোমবার রাতেই ভোটকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। যথাসময়ে বুথ খোলে। তবে দেখা মেলেনি ভোটারদের। এমন কী কেউ যাতে ভোট দিতে না পারে তার জন্য বুথে সারাক্ষণ কেউ না কেউ নজর রাখছে।
বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের চকমাধব সংসদের অধীনে রয়েছে চকমাধবসহ কুতুবপুর ও চিংরা গ্রাম। তিনটি গ্রাম মিলিয়ে রয়েছে ৭০০ ভোটার। ৭০০ ভোটার হলেও তিনটি গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১২০০। গ্রাম থেকে কামরাপাড়া আসতে হয় তাদের। সেখান থেকে হিলি বা বালুরঘাটে যেতে হয়। গ্রামে যাওয়ার এক মাত্র রাস্তাটি মাটির আর কিছুটা ইটের। রাস্তার মাঝে হাঁটু সমান গর্ত। শীতকালে তেমন অসুবিধা না হলেও, সমস্যা হয় বর্ষাকালে। একটু বৃষ্টিতেই হাঁটুজল জমে যায় রাস্তায়। কামারপাড়া থেকে দু’কিলোমিটার দীর্ঘ গ্রামের রাস্তা বহুদিন ধরে বেহাল। পাকা রাস্তার দাবিতে বিভিন্ন সময়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। তবে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই ভোটকেই ব্রহ্মাস্ত্র করে রাস্তার দাবিতে লড়াইয়ের ময়দানে নামলেন গ্রামবাসীরা।
Be the first to comment