পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভার গণনা কেন্দ্র: দেখুন এক নজরে!

Spread the love

১. কোচবিহার :কোচবিহার পলিটেকনিক কলেজ এন্ড বি টি এন্ড ইভনিং কলেজ।

২. আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার কলেজ।

৩. জলপাইগুড়ি : ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল , দ্বিতীয় ক্যাম্পাস ডেঙ্গুয়াঝড় জলপাইগুড়ি

৪. দার্জিলিং : কালিম্পং এর সেন্ট অগাস্টিনস স্কুল ও দার্জিলিং এর ভানু ভবন৷ এবং শিলিগুড়ি কলেজ।

৫. রায়গঞ্জ : ইসলামপুর কলেজ ও রায়গঞ্জ পলিটেকনিক কলেজ।

৬. বালুরঘাট :বালুরঘাট কলেজ।

৭. মালদহ উত্তর :মালদহ কলেজ।

৮. মালদহ দক্ষিণ : মালদহ পলিটেকনিক।

৯. জঙ্গিপুর : জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

১০. মুর্শিদাবাদ : সুভাষ চন্দ্র বসু সেনিটারি কলেজ, লালবাগ।

১১. হাওড়া : বেলুড় রামকৃষ্ণ শিক্ষা মন্দির ও গভ: ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শিবপুর     আইআইইএসটি ক্যাম্পাস।

১২. উলুবেড়িয়া : ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলেজে ও বেলপুকুর এর শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়।

১৩. শ্রীরামপুর : শ্রীরামপুর কলেজ, হুগলি।

১৪. হুগলী: হুগলী ইনস্টিটিউট অফ টেকনোলজি ,পিপল পার্টি।

১৫. আরামবাগ : নেতাজি মহাবিদ্যালয়,আরামবাগ।

১৬. বর্ধমান পূর্ব : এম বি সি ইনস্টিটিউট অফ টেকনোলজি

১৭. বর্ধমান-দুর্গাপুর : ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি সাধনপুর, বর্ধমান

১৮. বোলপুর : বোলপুর কলেজ

১৯. বহরমপুর : বহরমপুর গার্লস কলেজ

২০. কৃষ্ণনগর : বি পি সি ইনস্টিটিউট অফ টেকনোলজি

২১. রাণাঘাট : রাণাঘাট কলেজ

২২. বনগাঁ : দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ

২৩. ব্যারাকপুর : ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ।

২৪. দমদম : গুরুনানক ডেন্টাল কলেজ, পানিহাটি।

২৫. বারাসত : বারাসত গভ: কলেজ ও বারাসত প্যারিচরণ সরকার গভ: হাই স্কুল

২৬. বসিরহাট : বসিরহাট গভ: পলিক্লিনিক কলেজ।

২৭. জয়নগর :বঙ্কিম সর্দার কলেজ ,ট্যাংরাখালি।

২৮. মথুরাপুর : কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল

২৯. ডায়মন্ড হারবার : হেস্টিংস হাউস কমপ্লেস্ক, আলিপুর

৩০. যাদবপুর : বিজয়গড় জ্যোতি রায় কলেজ ও কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম এবং জোকার ব্রতচারী বৃদ্ধাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল ৷

৩১. কলকাতা দক্ষিণ : ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, ডায়মন্ড হারবার রোডে সেন্ট টমাস বয়েস স্কুল, শাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, বালিগঞ্জ গভঃ স্কুল, ওয়েস্ট বেঙ্গল ইউনির্ভাসিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন

৩২. কলকাতা উত্তর : নেতাজী ইন্ডোর স্টেডিয়াম

৩৩. তমলুক : কে টি পি পি হাই স্কুল

৩৪. কাঁথি : কন্টাই পি কে কলেজ

৩৫. ঘাটাল : ঘাটাল রবীন্দ্র শতবর্ষ মহাবিদ্যালয়

৩৬. ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম রাজ কলেজ (গার্লস উইং)

৩৭. মেদিনীপুর : কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ২ খড়গপুর

৩৮. পুরুলিয়া : পুরুলিয়া পলিটেকনিক ও ডিআইইটি ক্যাম্পাস -২ হাটয়ারা, পুরুলিয়া

৩৯. বাঁকুড়া : বাঁকুড়া খ্রিস্টান কলেজ, বাকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল

৪০. বিষ্ণুপুর : বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজ (কম্পিউটার বিল্ডিং) ও বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (ওল্ড বিল্ডিং)

৪১. আসানসোল : ডিএভি পাবলিক স্কুল,কন্যাপুর

৪২. বীরভূম : এস আর এস ভি -সিউড়ি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*