বিশেষ প্রতিনিধি,
বহু প্রতিক্ষিত ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট শেষ হল। সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। যদিও তার আগের রাত থেকেই উত্তেজনা ছড়ায় রাজ্যের বিভিন্ন এলাকায়। ছাপ্পা ভোটের অভিযোগে BJP-র বিক্ষোভ চলাকালীন বুথ থেকে উধাও হয়েযায় তিনটি ব্যালট বক্স। ঘটনা পুরুলিয়ার বাঘমুণ্ডির ধনুডির। যদিও জেলা প্রশাসন এবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি।
মন্দিরবাজার থানা এলাকায় তৃণমূল প্রার্থী ও তার ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়৷ একাধিক জায়গায় বোমাবাজির খবর মেলে৷ চলে ব্যালট ছিনতাই৷ একাধিক জায়গায় হামলা চলে শাসক দলের ওপর৷ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন জেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
তবে নবান্নে এদিন রাজ্য পুলিশের ডিজি সুরজিত করপুরকায়স্থ বলেন, ‘আগের তুলনায় হিংসার ঘটনা অনেক কম ঘটেছে’। তবে সোমবার পঞ্চায়েত নির্বাচনের বল ফের গড়াল কলকাতা হাইকোর্টে৷ নির্বাচনের দিন হিংসার অভিযোগ নিয়ে আদালতে মামলা দায়ের করার আবেদন করা হয়৷ সেই মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি৷
Be the first to comment