মধ্যরাত পর্যন্ত আলোচনা চলতে পারে, তবে আস্থা ভোট আজই; জানালেন স্পিকার

Spread the love

আস্থা ভোট নিয়ে বেকায়দায় পড়লো কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-এর জোট সরকার ৷ সোমবার সকালে আস্থা ভোট প্রস্তাবের আলোচনার জন্য আরও দু’দিন সময় চান মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ৷ তারপরই স্পিকার কে আর রমেশ কুমার জানান, তিনি মধ্যরাত পর্যন্ত আলোচনা করতে রাজি ৷ কিন্তু, আজই আস্থা ভোট হবে। আজ আলোচনার শুরুতেই স্পিকার বলেন, আমি নিশ্চিত যে আজ আস্থা ভোট নিয়ে আলোচনা শেষ হবে। আর হাউজ আজ ভোটে রাজি হবে। আমি একা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু, আমি নিশ্চিত, সরকার আজ প্রতিজ্ঞা রাখবে ৷ আর আজই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে ৷ এই মন্তব্যের পরই স্পিকারের কাছ থেকে আরও দু’দিন সময় চান মুখ্যমন্ত্রী ৷

অন্যদিকে, আজই আস্থা ভোট করার দাবি দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই বিক্ষুব্ধ বিধায়ক ৷ কিন্তু, সেই আবেদন দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। ইতিমধ্যে বিক্ষুব্ধ বিধায়কদের বহিষ্কারের জন্য স্পিকারকে অনুরোধ করেছিল কংগ্রেস ও জনতা দল (সেকুলার)-এর জোট সরকার ৷ আগামীকাল সকাল ১১টার সময় বিক্ষুব্ধ বিধায়কদের বিধানসৌধে ডেকে পাঠান স্পিকার ৷ তারপর খবর ছড়ায়, আস্থা ভোট প্রক্রিয়া আরও পিছানোর চেষ্টা করবে জোট সরকার ৷

এদিকে আজই আস্থা ভোট করার অনুরোধ নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধিদল ৷ এরপরই বদলাতে থাকে ছবিটা ৷ কুমারস্বামীর অনুরোধ নিয়ে চিন্তা-ভাবনা করতে অস্বীকার করেন স্পিকার ৷ জোট সরকারের প্রতিনিধিদলকে স্পিকার জানান, কোনও মূল্যে তিনি আস্থা ভোট প্রক্রিয়া দেরি করবেন না ৷ স্পিকার বলেন, আমরা মধ্যরাত পর্যন্ত আলোচনা করতে পারি ৷ আমি সেটার জন্য তৈরি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*