গোটা দেশের বাকি রাজ্যের তুলনায় তৃতীয় দফা লোকসভা নির্বাচনে সবথেকে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, তৃতীয় দফার নির্বাচনে ১৩টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৭টি আসনে সন্ধে ৬টা ৪৫ পর্যন্ত ভোট পড়েছে ৬২.৮৭ শতাংশ ৷ তবে এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, বিহার, ছত্তিসগড়, দাদরা ও নগর হাভেলি, গোয়া, গুজরাত, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা ও উত্তর-প্রদেশেও ভোটগ্রহণ হয়। তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, সন্ধ্যে ৬টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৯.৩৬ শতাংশ ৷
অসমে সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৭৪.৬৫ শতাংশ, বিহারে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৫৯.৯৭ শতাংশ, ছত্তিসগড়ে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৬৫.০৮ শতাংশ, দাদরা এবং নগর হাভেলিতে সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৭১.৪৩ শতাংশ, দমন এবং দিউতে সন্ধে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৬৫.৩৪ শতাংশ, গোয়ায় সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৭১.০৯ শতাংশ, গুজরাতে সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৫৯.৭৭ শতাংশ, জম্মু-কাশ্মীরে সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ১২.৮৬ শতাংশ, কর্ণাটকে সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৬৪.০৯ শতাংশ, কেরলে সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৭০.২০ শতাংশ, মহারাষ্ট্রে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৫৬.২৫ শতাংশ, ওডিশায় ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৫৮.১৮ শতাংশ, ত্রিপুরায় ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৭৮.৩৭ শতাংশ এবং উত্তরপ্রদেশে সন্ধ্যে ৬টা ৪৫ পর্যন্ত ভোটের হার ৫৭.৬৪ শতাংশ ৷
Be the first to comment