ষষ্ঠ দফাতেও শীর্ষে পশ্চিমবঙ্গ, বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭০.৩১ শতাংশ

Spread the love

রাজ্যে চলছে ষষ্ঠ দফার ভোট পর্ব। রবিবার বিকেল ৫ টা পর্যন্ত রাজ্যে গড়ে ভোট পড়লো ৭৯.৯৩ শতাংশ ৷ এরমধ্যে শীর্ষে রয়েছে তমলুক ৷

৫টা পর্যন্ত গড়ে ৭৯.৯৩% ভোট পড়েছে ৷ এর মধ্যে শীর্ষে রয়েছে তমলুক ৷

কাঁথিতে ৫টা পর্যন্ত ৮০.০৬% ভোট

ঘাটালে ৫টা পর্যন্ত ৮০.৩৫% ভোট

ঝাড়গ্রামে ৫টা পর্যন্ত ৮১.৬৮% ভোট

মেদিনীপুরে ৫টা পর্যন্ত ৭৮.১৭% ভোট

পুরুলিয়ায় ৫টা পর্যন্ত ৭৮.৬৪% ভোট

বাঁকুড়ায় ৫টা পর্যন্ত ৭৫.৬৮% ভোট

বিষ্ণুপুরে ৫টা পর্যন্ত ৮১.৯০% ভোট

তমলুকে ৫টা পর্যন্ত ৮২.৯৯% ভোট

পশ্চিমবঙ্গের আটটি আসন ছাড়া উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি আসন, মধ্যপ্রদেশের ৮টি ও ঝাড়খণ্ডের ৪টি আসনেও ভোটগ্রহণ হয়েছে আজ ৷ পশ্চিমবঙ্গ ছাড়া ভোটগ্রহণে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে ঝাড়খণ্ড ৷ এই কেন্দ্রে ভোটগ্রহণের হার ৫৮.৩২ শতাংশ ৷

বিহারে ৫টা পর্যন্ত ৪৬.৪৪% ভোট।

হরিয়ানাতে ৫টা পর্যন্ত ৫৫.২৪% ভোট।

মধ্যপ্রদেশে ৫টা পর্যন্ত পড়েছে ৫৪.৮৩% ভোট।

উত্তরপ্রদেশে ৫টা পর্যন্ত ৪৪.৫৭% ভোট পড়েছে।

ঝাড়খণ্ডে ৫টা পর্যন্ত ৫৮.৩২% ভোট পড়েছে।

দিল্লিতে ৫টা পর্যন্ত পড়েছে ৪৫.৬৩% ভোট ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*