আবারও শোকের ছায়া বলিউডে, প্রয়াত সুরকার ওয়াজিদ খান

Spread the love

আবারও শোকস্তব্ধ বলিউড। মারা গেলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। বেশ কয়েক বছর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। সে বার সুস্থ হয়ে ফিরে এলেও এবার আর পারলেন না। যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার এ দিন টুইটারে লিখেছেন, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

ওয়াজিদের অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘‘বন্ধু ওয়াজিদ আমায় ছেড়ে চলে গিয়েছে।’’

শোকপ্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। ‘‘ওয়াজিদ ভাই, তোমার ওই হাসিটা খুব মিস করব। বড্ড তাড়া ছিল তোমার’’, লিখেছেন প্রিয়াঙ্কা। ওয়াজিদের আকস্মিক ভাবে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন গায়িকা সোনা মহাপাত্র, গায়ক সেলিম মার্চেন্ট-সহ আরও অনেকে।

ইরফান খান, ঋষি কাপূরের মতো সাম্পতিক কালে একের পর এক নক্ষত্রপতন ঘটেছে বলিউডে। ওয়াজিদের অকালপ্রয়াণে সেই তালিকাটা আরও দীর্ঘ হলো।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন সঙ্গীত পরিচালক সাজিদ খান ও পাকিস্তানের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলি খান।

https://youtu.be/58VC7LbRCpg

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*