করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি সংগীত পরিচালক সাজিদ খানের। এমনই দাবি করলেন সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট। গত সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ এর ওয়াজিদ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩। কিডনির ইনফেকশনে বহুদিন ধরেই তিনি ভুগছিলেন বলে জানিয়েছেন সেলিম।
বেশকিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছিল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মৃত্যু হয়েছে ওয়াজিদের। এই তথ্যকে মানতে নারাজ সেলিম। তাঁর দাবি সম্প্রতি করোনায় আক্রান্ত হলেও তাঁর মৃত্যুর কারণ সেটি নয়। কিডনিতে ইনফেকশন এর জন্যই তাঁর মৃত্যু হয়েছে।
এক সংবাদপত্রে সেলিম মার্চেন্ট জানিয়েছেন, আমরা সকলেই জানতাম ও বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। যদিও ওর মৃত্যু আমাদের চমকে দিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ওর মৃত্যু হয়নি। বহু ভুল খবর আমি দেখছি। ওর কিডনির অবস্থা খুব সাংঘাতিক অবস্থায় পৌঁছে ছিল। ওর নানা রকমের সমস্যা ছিল। ইনফেকশন গলা অবধি পৌঁছে গিয়েছিল। ওর ডায়াবেটিস ছিল। এতগুলি শারীরিক সমস্যার কারণে ওর মৃত্যু হয়েছে।
সেলিম জানান দাবাং থ্রিতে কাজ করার সময় গত বছর ওয়াজিদ সেভাবে বিশ্রাম নিচ্ছিলেন না যার ফলে তাঁর শারীরিক অবনতি হতে থাকে। প্রসঙ্গত ওয়াজিদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরে সেলিম একটি টুইট করেন। ভ্রাতৃ সম প্রিয় বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি লিখেছিলেন, “সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। ওঁর পরিবারকে যেন আল্লা শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।”
উল্লেখ্য, সাজিদ ওয়াজিদ বলিউডে দাবাং ৩, দাওয়াতে ইশক, জুড়ুয়া ২, তেভর, সত্যমেভ জয়তে, হিরোপন্তি, ম্যায় তেরা হিরো, জয় হো, বুলেট রাজা, এক থা টাইগার, তেরি মেরি কাহানির মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন।
Be the first to comment