হাত বদলের কথা ঘোষণা হয়েছিল আগেই। এ বার ফ্লিপকার্টের ৭৭ শতাংশ অংশীদারি হাতে তুলে নিল বিশ্বের অন্যতম রিটেল বহুজাতিক, আমেরিকার ওয়ালমার্ট।
রবিবার এই মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে ফ্লিপকার্টের সঙ্গে তাদের ১,৬০০ কোটি ডলারের চুক্তি হয়েছে। যার মধ্যে ফ্লিপকার্টের ব্যবসা বৃদ্ধির জন্য বিনিয়োগ করা হবে ২০০ কোটি ডলার। এটাই এখনও পর্যন্ত ওয়ালমার্টের সবচেয়ে বড় অধিগ্রহণ।
ওয়ালমার্টের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই অধিগ্রহণের ফলে ফ্লিপকার্টের ৭৭ শতাংশ অংশীদারিত্ব পাচ্ছে এই মার্কিন সংস্থা। বাকি অংশীদারিত্ব রয়েছে অন্যান্য শেয়ার-হোল্ডারদের হাতে। যার মধ্যে রয়েছে ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা বিন্নি বনসল, টেনসেন্ট, টাইগার গ্লোবাল এবং মাইক্রোসফট কর্প।
ওয়ালমার্টের প্রেসিডেন্ট এবং সিইও জুরিথ ম্যাকেনা বলেছেন, ‘‘ভারতের বাজারে ফ্লিপকার্ট এবং ওয়ালমার্ট তাদের আলাদা অস্তিত্ব বজায় রেখেই ব্যবসা করবে এবং দেশের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাবে।’’ গ্রাহকেরা অনেক উন্নত গুণমানের জিনিস পাবেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে বলে জানিয়েছেন ম্যাকেনা।
চলতি বছর মে মাসেই ফ্লিপকার্ট অধিগ্রণের কথা ঘোষণা করেছিল ওয়ালমার্ট। সেই লেনদেনের জন্য কার কতটা আর্থিক লাভ হবে এবং সে জন্য করের দায় কী চাপবে, তার হিসেব কষাও শুরু করেছিল আয়কর দফতর। এতদিনে সেই প্রক্রিয়াই সম্পূর্ণ হল। ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা বিন্নি বনসলের কথায়, ‘‘পরস্পরের সঙ্গে হাত মিলিয়েই ফ্লিপকার্টের গুণমান, টেকনোলজিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলেই আমার আশা।’’
Be the first to comment