শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশকে। যদিও বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। আজ সোমবার তাঁকে প্রধান কোচ হিসাবে ঘোষণা করা হলো। মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একথা ঘোষণা করেছেন। এই টি-২০ সিরিজের জন্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হবে। ৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত এই ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। তিনটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর হবে ফাইনাল। ইতিমধ্যে সাকিব আল হাসানের নেতৃত্বে ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে ৮ মার্চ।
ফাইল ছবি
Be the first to comment