বিরোধীদের তীব্র বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! সংসদের বাইরে বিক্ষোভ বিরোধী সাংসদদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। বিতর্কিত বিল পেশ করলেন বিজেপি সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। সংসদে আলোচনায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে শুরু হয়েছে সেই ম্যারাথন আলোচনা। এদিকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে লোকসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সাংসদরা। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ পেশ করল কেন্দ্র সরকার। বুধবার বেলা সাড়ে ১২টায় বিলটি লোকসভায় পেশ হয়। রাজ্যসভায় এটি পেশ হতে পারে বৃহস্পতিবার। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি সহ বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে। আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলবে ৮ ঘণ্টা।  বিরোধী শিবিরে ওয়াকফ নিয়ে ঐক্যের ছবি দেখা গেলেও কিছুটা হলেও বিক্ষিপ্ত শাসক শিবির। এনডিএর শরিকরা বিল নিয়ে খানিক দোনামোনায়। চন্দ্রবাবু নায়ডুর টিডিপি বিলটির পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও সংশয়ে বিজেপির বিহারের দুই জোটসঙ্গী জেডিইউ এবং লোকজনশক্তি পার্টি। এখনও যা পরিস্থিতি তাতে এই দুই দল বিলটির পক্ষে ভোট নাও দিতে পারে।
এদিকে, বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অন্যদিকে, বিরোধীরা বিল নিয়ে ভুল তথ্য এবং গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করলেন রিজিজু। বিলের সমালোচনা যাঁরা করছেন, তাঁদের নিশানা করে রিজিজু বলেন, “যখন আমরা কোনও ইতিবাচক সংস্কার আনছি, তখন কেন প্রশ্ন তোলা হচ্ছে?” এরপরই আলোচনা এবং সকলের মতামত নেওয়ার জন্য যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিকে ধন্যবাদ জানালেন রিজিজু। বললেন, “আমি জেপিসির সব সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। ২৮৪টি প্রতিনিধিদল, ২৫টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ওয়াকফ বোর্ড এই বিষয়ে জেপিসির কাছে নিজেদের মতামত জানিয়েছে।” রিজিজুর দাবি, মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না সংশোধিত বিল। একই সঙ্গে তিনি জানান, কেবল ওয়াকফ সম্পত্তির দেখভাল সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করছে নতুন বিল। এদিন, বিল পেশের পর পূর্বতন ইউপিএ সরকারকে আক্রমণ করে রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফের হাতে সংসদ ভবনের অধিগ্রহণ আটকেছেন। ইউপিএ সরকার সংসদ এবং বিমানবন্দরের জমি ওয়াকফের হাতে তুলে দিয়েছিল।”
রিজিজুর বক্তৃতার সময় বিলের বিরোধিতায় স্লোগান বিরোধী সাংসদদের। বিরোধীরা পরে বলার সুযোগ পাবেন জানিয়ে শান্ত হওয়ার অনুরোধ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার।
প্রসঙ্গত, এর আগে গত ৮ আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে একযোগে আপত্তি জানান বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ করেন, ৪৪টি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। এরপর ঐকমত্যের লক্ষ্যে বিলটি জেপিসির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*