গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ সংশোধনী বিল! বিলের পক্ষে ১২৮টি, বিপক্ষে ৯৫টি ভোট পড়ল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লোকসভার পর রাজ্যসভাতেও গভীর রাতে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়ে ১২৮টি । বিপক্ষে পড়ে ৯৫টি ভোট। এরপর রাষ্ট্রপতির সম্মতি মিললেই তা আইনে পরিণত হবে। সংসদের দুই কক্ষেই ওয়াকফ (সংশোধনী) বিল পাশ হওয়ার পর প্রশংসা করে দেশের আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা প্রচেষ্টায় একটি অধ্যায়ের অবসানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি জানান, এটি বিশেষ করে তাঁদের সাহায্য করবে, যারা দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে রয়েছেন। এতদিন তাঁদের কণ্ঠস্বর এবং সুযোগ উভয়ই বঞ্চিত করা হয়েছে। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “কয়েক দশক ধরে ওয়াকফ ব্যবস্থা স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাববোধ করছিল। বিশেষ করে মুসলিম নারী, দরিদ্র এবং বিশেষ শ্রেণির স্বার্থের ক্ষতি করছে।” মোদি আরও লিখেছেন, “সংসদের উভয় কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল এবং মুসলিম ওয়াকফ (রহিতকরণ) বিল পাশ হওয়া আমাদের আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তিম মুহূর্ত।” তিনি আরও জানান, সংসদে পাশ হওয়া আইনগুলি স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং জনগণের অধিকারও রক্ষা করবে। প্রধানমন্ত্রী মোদীর দাবি, ভারত এখন এমন এক যুগে প্রবেশ করবে যেখানে দেশ আরও আধুনিক এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি সংবেদনশীল হবে। তিনি লিখেছেন, “একটি বৃহত্তর বিষয় হল, আমরা প্রতিটি নাগরিকের মর্যাদাকে অগ্রাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই আমরা একটি শক্তিশালী, আরও অন্তর্ভুক্তিমূলক এবং আরও সহানুভূতিশীল ভারত গড়ে তুলব।” ওয়াকফ বিল নিয়ে মতামত জানানোর জন্য সকল সাংসদ এব‌ং দেশের অগণিত মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*