বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের পাশাপাশি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদেরও নেতৃত্ব হারালেন ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদ কর্তৃপক্ষ এই টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। সানরাইজ হায়দরাবাদের সিইও কে. শানমুগাম টুইটারে লেখেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ডেভিড ওয়ার্নার সানরাইজার্সের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন। নতুন অধিনায়কের নাম খুব দ্রুতই ঘোষণা করা হবে।’
মাত্র দুই বছর আগে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সে হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ওয়ার্নার। সেই ওয়ার্নারকে এবারের আইপিএলে দলটির নেতৃত্বে দেখা যাবে না। বল টেম্পারিং কাণ্ডে হায়দরাবাদের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। এর আগে স্মিথকে নেতৃত্ব থেকে সরিয়ে রাহানেকে রাজস্থানের অধিনায়ক নির্বাচিত করা হয়।
ফাইল ছবি
Be the first to comment