প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর

Spread the love

প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার সকালে কলকাতার বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। এদিন সকালে আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ওয়াসিম কাপুর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।

জন্মসূত্রে লখনউয়ের বাসিন্দা হলেও তাঁর কর্মভূমি কলকাতাই। গোমতী তীরের লখনউয়ের শিকড় ফেলে বহুকাল আগেই গঙ্গা পাড়ের কলকাতার সঙ্গেই বাঁধা পড়ে শিল্পী মন। তিলোত্তমার কোলেই ইজেলে ফুটেছে ওয়াসিম কাপুরের একের পর এক দুর্দান্ত সৃষ্টি। তাঁর তুলিতে আমরা দেখেছি সত্য়জিৎ রায় থেকে জ্যোতি বসুর মতো বাঙালি কিংবদন্তীর জীবন্ত, অন্যধারার ছবি।

১৯৫১ সালের ৩ জানুয়ারি লখনউতে জন্ম হয় ওয়াসিম কাপুরের। ১৯৭১ সালে কলকাতার আর্ট কলেজ থেকে তিনি ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা পান ৷ যন্ত্রণা, শোষণ, কষ্ট ও একাকীত্বের অন্ধকার দিকগুলিকে রং-তুলির ভাষায় ফুটিয়ে তুলতেন তিনি ৷ তাঁর হাতের ছোঁয়ায় মূর্ত হয়ে উঠেছে আবেগের নানা অনুভূতি ৷ তাঁর শৈশবের যন্ত্রণাই যেন ফুটে উঠেছে তাঁর শিল্প সৃষ্টিতে ৷

শুরু থেকেই তাঁর আঁকা প্রশংসা কুড়িয়ে নেয় শিক্ষকদের ৷ পরে অতুল বসু, দেবীপ্রসাদ চৌধুরী, মকবুল ফিদা হুসেন-সহ আরও নানা প্রখ্যাত চিত্রকরের থেকে শেখার সুযোগ পেয়েছেন শিল্পী ৷ তাঁর শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে মহানগরীতে ৷ শহর ছাড়িয়ে দেশ-বিদেশে সাড়া ফেলে দেয় তাঁর ছবির প্রদর্শনী ৷ দেশের সংসদ ভবন, উর্দু অ্য়াকেডেমি-সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে এখনও জ্বলজ্বল করছে তাঁর আঁকা ছবি ৷ রাজ্যের বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে তৈলচিত্রটি রয়েছে, সেটিও এঁকেছেন ওয়াসিম কাপুর ৷ তাঁর প্রয়াণে সংস্কৃতি জগৎ হারালো আরও এক নক্ষত্রকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*