সকলের জন্য পানীয় জল সরবরাহে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার

Spread the love

মাসানুর রহমান –

পানীয় জল যাতে এই রাজ্যের সমস্ত প্রান্তে সুলভে পাওয়া যায় তার জন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার দপ্তরের ২০১৮-১৯ সালের বাজেটে পানীয় জল উৎপন্ন করা,তা সংরক্ষণ করা এবং সঠিক ভাবে বন্টন করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন।

২০২০ সালের মধ্যে রাজ্যের গ্রামীণ অঞ্চলে প্রত্যেক মানুষ যাতে প্রতিদিন ৭০ লিটার পানীয় জল পেতে পারে তার জন্যে রাজ্য সরকার ‘ভিশন ২০২০’ নামে একটি পরিকল্পনা শুরু করেছে। এই পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক বাড়ীতে পাইপ দিয়ে পানীয় জল সরবরাহ করার কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষে ১১৪ টি পাইপ-জাত জল সরবরাহ পরিকাঠামো মোট ১৪৫১.৬০ কোটি টাকা খরচ করে তৈরী করা হয়েছে। এছাড়াও ২০১৮-১৯ অর্থবর্ষে, প্রায় ২৫ লক্ষ রাজ্যবাসীর সুবিধার্থে ১০০৭.৪২ কোটি টাকা খরচ করে ৯৭ টি পাইপ-জাত জল সরবরাহ পরিকাঠামো তৈরী করা হবে। এর ফলে প্রায় ৫৬% গ্রামীণ এলাকায় পাইপ-জাত জল সরবরাহ পরিকাঠামো উপলব্ধ করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*