শনিবার কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ

Spread the love

গার্ডেনরিচের পর এবার টালার পাইপলাইনে মেরামতির জন্য আগামী ১৪ ডিসেম্বর, শনিবার পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে গোটা উত্তর, মধ্য কলকাতায় এবং দক্ষিণ কলকাতার কিছু অংশে। ওই দিন দুপুর, বিকেল এবং সন্ধ্যায় দক্ষিণ দমদম ও বিধাননগরেও জল সরবরাহ বন্ধ রাখা হবে। পরিষেবা স্বাভাবিক হবে রবিবার সকালে। সোমবার পুরসভার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে সারা দিন কলকাতা পুরসভার টালা জল প্রকল্পের সঙ্গে সংযুক্ত পাইপলাইনের মেরামতি এবং বেশ কিছু জায়গায় নতুন ভালভ বসানোর জন্য রাত পর্যন্ত জল মিলবে না। ১৫ ডিসেম্বর, রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এই কাজের জন্য আগামী শনিবার জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, অকল্যান্ড স্কোয়ার, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টি, কনভেন্ট রোড বুস্টার পাম্পিং স্টেশন এবং এই সব এলাকার ওভারহেড রিজার্ভারের আওতাধীন এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে না। সেইসঙ্গে দক্ষিণ কলকাতার ৬৬-৬৯, ৭০-৭৪, ৮৩-৯১ নম্বর ওয়ার্ডে এবং বরো ১ থেকে ৭-এর সবক’টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত শনিবার, ৭ ডিসেম্বর গার্ডেনরিচের পাইপ লাইনে মেরামতির কাজের জন্য জল সরবরাহ বন্ধ ছিল দক্ষিণে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*