হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে নামল আবারও ধস

Spread the love

রোজদিন ডেক্স: জলসঙ্কটের পর এবার জীবনসঙ্কট। হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে নামল আবারও ধস। পরপর তিন দিন এই ধস নামায় আতঙ্কে বাসিন্দারা। ফেটে যাওয়া পাইপ মেরামতি করতে গিয়ে ফের এই বিপত্তি হাওড়ায়। বেলগাছিয়ায় নতুন করে ধস নামায় আরও ফাটল দেখা দিয়েছে জল সরবরাহের পাইপ লাইনে। ধস নেমে ফাটল দেখা দিয়েছে রাস্তা ও মানুষের ঘরবাড়িতেও। আতঙ্কের ঘর ছেড়েছেন বেলগাছিয়ার অনেক বাসিন্দা।
বৃহস্পতিবার ভোররাতে বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ লাইন ফেটে যায়। যার ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে শিবপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান হাওড়া পুরসভার আধিকারিক। কিএমডি-এর সাহায্য নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় পাইপ লাইন মেরামতির কাজ।
ঠিক ছিল, শুক্রবার সকাল থেকে পুনরায় পানীয় জল সরবরাহ করা হবে। তবে সেই আবহের মধ্যেই শুক্রবার সকালে ফের নতুন করে ধস নামে ওই এলাকায়। যার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় মেরামতির কাজ।
এখন পুরসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত পুরনো পাইপ লাইন মেরামতির কাজ বন্ধ থাকবে। তার বদলে বর্তমানে যে নতুন পানীয় জলের পাইপ লাইন ইতিমধ্যেই বেলগাছিয়ার বেনারস রোড পর্যন্ত বসানো হয়েছে, সেই লাইনটিকে যুক্ত করে দেওয়া হবে পদ্মপুকুরের পানীয় জল সরবরাহের লাইনের সঙ্গে।
উল্লেখ্য, এলাকারবাসীর দাবি, আবর্জনা বোঝাই গাড়ি যাচ্ছে ওই এলাকা দিয়ে সেই কারণে এই ধস। এরপর ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তারপরই এলাকায় পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এক মহিলা বলেন, “শুক্রবার সন্ধেবেলাও এতটা খারাপ অবস্থা হয়েছে। এখন পুকুর ধারে রয়েছি। রাস্তা পুরো ফুলে ফেঁপে উঠে গেছে। রাস্তার ফাটল বাড়ছে।” এদিন মন্ত্রী আরও বলেন, “এর আগে ২০০৯ সালে হাওড়া পুরসভা বিরোধী দলের হাতে ছিল। সেই সময় তাঁরা এই এলাকায় উচ্ছেদ করতেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে আটকেছিলাম। এবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সেই সময় জলেরও সমস্যা রয়েছে। শিবপুর, সালকিয়া, মধ্য হাওড়াতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুরসভা কাজ করছে। তারপর আবার বৃষ্টি হচ্ছে। সব বাধা বিপত্তি উপেক্ষা করেই কাজ হচ্ছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*