আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস । সেই সঙ্গে সন্ধ্যার পর বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ৷
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়তে পাড়ে দমকা হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলা বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
কলকাতার আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ শতাংশ ও সর্বনিম্ন ৩৩ শতাংশ । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । আগামী রবিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আগামীকাল থেকেই উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ও গরম বাতাস ঢুকছে রাজ্যে । উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । ফলেই ঝড়-বৃষ্টির পরিস্থিতি আরো দু’একদিন থাকছে । উত্তর-পশ্চিম ভারতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । তার জেরে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টি-সহ শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেখানে । উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা আছে আগামী দু’দিন । জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
Be the first to comment