হিডকো সম্প্রতি এবার অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। এখানে বিভিন্ন মনীষীদের মোমের প্রতিকৃতির সঙ্গে সেলফি তোলা যেন শখে পরিণত হয়েছে। তাই এবার আরো অত্যাধুনিক পদ্ধতিতে এই সফরকে আকর্ষনীয় করে তুলতে চালু হচ্ছে ‘থ্রি-ডি সেলফি’। এই রকম উদ্যোগ পূর্ব ভারতে এই প্রথম।
এই থ্রি-ডি সেলফির জন্য খরচ পড়বে ২০০০ টাকা।স্যুভেনির কাউন্টারের ঠিক পাশে তোলা যাবে থ্রি-ডি সেলফি। এই প্রযুক্তির মাধ্যমে যে ব্যক্তি সেলফি তুলতে ইচ্ছুক তার মাথা ৩৬০ ডিগ্রী স্ক্যান করা হবে। একটি গলফ বলের আকারের ‘থ্রি-ডি ভাস্কর্য’ বেরোবে প্রিন্টার থেকে। ৪৮ ঘণ্টার মধ্যে কুরিয়ারের মাধ্যমে তার বাড়ি পৌঁছে দেওয়া হবে এই ‘সেলফি’।
Be the first to comment