আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে বড়সড় রদবদল করা হলো রাজ্য পুলিশে। স্পর্শকাতর এলাকা গুলিতে কোনরকম রক্তাক্ত পরিস্থিতি যাতে না ঘটে, তার জন্য সেই সব জায়গায় পাঠানো হলো দক্ষ অফিসারদের। নবান্নের তরফে পেশ করা রিপোর্ট অনুযায়ী ২৯ জন আইপিএস অফিসারকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। যার মধ্যে রয়েছেন এসডিপিও, জেলা পুলিশ সুপাররা। ১১ জন এসডিপিও-কে বদলি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পুরুলিয়ার ঝাড়খন্ড লাগোয়া এলাকায় মাওবাদী কার্যকলাপের বিষয় নজরে এসেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত এলাকাগুলিতে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় তার জন্য মাওবাদী দমনে দক্ষ আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এই জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এতদিন রানাঘাট পুলিশ জেলার এসপি পদে ছিলেন। এর আগে তিনি ডায়মন্ড হারবার ও বারাসতের এসপির দায়িত্বে ছিলেন। পুরুলিয়াতে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া অন্যান্য জেলাতেও এসডিপিও ও এসপি পদে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন অফিসারদের বদলির দিকে জোর দেওয়া হয়েছে। হাওড়া, বিধাননগর কমিশনারেটেও একাধিক অফিসার বদলি হয়েছেন।
Be the first to comment