জয়েন্টের ফলপ্রকাশ: প্রথম উত্তর দিনাজপুরের সৌরদীপ, দ্বিতীয় দুর্গাপুরের শুভম

Spread the love

প্রকাশিত হল WBJEE-র ফলাফল। ফলপ্রকাশ করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র। চলতি বছর পরীক্ষা হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২১৯ টি। সেন্টার ইনচার্জ ছিলেন ২১৯ জন। অ্যাসিস্ট্যান্ট সেন্টার ইনচার্জ ছিলেন ১০৬ জন। বোর্ড অবজারভার ছিলেন ৩৮৪ জন।

এনরোলড পরীক্ষার্থী ছিলেন ৮৮ হাজার ৮০০ জন। অংশগ্রহণ করেছিলেন ৭৩ হাজার ১১৯ জন। শতাংশের বিচারে তা ৮২ শতাংশ। ব়্যাঙ্ক পেয়েছেন ৭২ হাজার ২৯৮ জন। অংশগ্রহণকারীরা ৯৯ শতাংশ ব়্যাঙ্ক পেয়েছেন।

প্রথম উত্তর দিনাজপুরের সৌরদীপ দাস । দ্বিতীয় স্থানে রয়েছে দুর্গাপুরের শুভম ঘোষ। তৃতীয় ঢাকুরিয়ার ছাত্রী শ্রীমন্তি দে। চতুর্থ সাঁতরাগাছির উৎসব বসু । পঞ্চম হয়েছেন পুর্ণেন্দু সেন । ষষ্ঠ হয়েছেন অঙ্কুর ভৌমিক। সপ্তম হয়েছেন সল্টলেকের সোহম সমাদ্দার। অষ্টম হয়েছেন অরিত্র মিত্র । নবম হয়েছেন কাঁকুরগাছির গিরিক মাসকারা । দশম হয়েছেন হাওড়ার অর্ক দত্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*